September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এ লালা রস পরীক্ষা শুরু

প্রশাসনের নির্দেশ অনুযায়ী এদিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক হাসপাতলে করোনাভাইরাস চিহ্নিত করণের উদ্দেশ্যে লালা রস পরীক্ষা শুরু হলো। প্রাথমিকভাবে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক এলাকার কোয়ারেন্টেন সেন্টার গুলিতে থাকা পরিযায়ী শ্রমিকদের লালা রস পরীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন হরিশ্চন্দ্রপুর হাসপাতাল সংলগ্ন আইটিআই কলেজের কোয়ারেন্টেন সেন্টার এ সোয়াব টেস্ট করা হয়। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক অমল কৃষ্ণ মন্ডল জানান আমরা আজ থেকে ব্লক এ লালা রস সংগ্রহের কাজ শুরু করলাম।

আপাতত বিভিন্ন কোয়ারেন্টেন সেন্টারে থাকা ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের লালা রস সংগ্রহ করা হবে। এই লালারসের নমুনা আমরা জেলায় পাঠিয়ে দেব। সেখান থেকেই নির্দিষ্ট সময়ে রিপোর্ট আসবে। রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান অমল বাবু। স্থানীয়দের দাবি কোয়ারান্টিনে থাকা প্রত্যেকেরই লালারসের নমুনা সংগ্রহ করুক স্বাস্থ্য দপ্তর।