নিজস্ব সংবাদদাতা, মালদাঃ দুটি লরির মুখোমুখি সংঘর্ষ আহত ৩, মৃত ১। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল
কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার ভোরে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসে রামনগর কাচারী এলাকায়। জানা গিয়েছে, এডবেস্টার বোঝায় লরিটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি ডাম্পার ফারাক্কার দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। জানা গিয়েছে, এডবেস্টার বোঝায় লরির চালকের চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়। পুলিশের সূত্রে জানা গিয়েছে যে, মৃত পরিচালকের নাম তাইয়াম আনসারী (২২)। বাড়ি বীরভূমের সিউড়ি এলাকায়। বাকিদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।