মার্চে টানা ৬ দিন ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনায় অসুবিধার মুখে ব্যাংক গ্রাহকরা। বেতন কাঠামোয় বদল এবং সংযুক্তির প্রতিবাদে আন্দোলন চালিয়েই যাচ্ছেন ব্যাংক কর্মীরা। দফায় দফায় ধর্মঘট করছেন তাঁরা। সূত্রের খবর, সেই দাবিতেই ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত পরপর তিনদিন ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মীরা।
ধর্মঘট শুরুর আগের দিন অর্থাৎ ১০ মার্চ, মঙ্গলবার দোলের জন্য ব্যাংক ছুটি। আবার ১৪ মার্চ মাসের দ্বিতীয় শনিবার এবং ১৫ মার্চ, রবিবার। তাই ওই দু’দিনও ব্যাংকে কোনও কাজ হবে না। তার ফলে ৯ মার্চ, সোমবারের পর ১০ মার্চ রয়েছে দোলের ছুটি ফলে আবার গ্রাহকরা ব্যাংকিং পরিষেবা পাবেন ১৬ মার্চ। এই টানা ছ’দিন ব্যাংক বন্ধ থাকায় সাধারণ মানুষ যে বেশ খানিকটা সমস্যায় পড়বেন তা নিয়ে কোন প্রশ্নই নেই।