ফের করোনা ভাইরাস প্রান কেড়ে নিল রঙিন জগতের দুই তারকার। মার্কিন অভিনেত্রী জুলি বেনেট ও ব্রিটিশ কৌতুক অভিনেতা এডি লার্জ করোনার বলি হলেন। মৃত্যুকালে জুলির বয়স হয়েছিল ৮৮ বছর। অন্যদিকে এডির বয়স হয়েছিল ৭৮ বছর। সুত্রের খবর, জুলি বেনেট বেশ কিছুদিন ধরে অসুস্থতা নিয়ে সিডারস-সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। ৩১ মার্চ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার এজেন্ট এবং বন্ধু মার্ক স্ক্রাগস এ্যাসোবিজ একথা জানিয়েছেন। তাঁকে অভিনয় করতে দেখা গেছে ‘অ্যাডভেঞ্চারস অফ সুপারম্যান’, ‘লেভ ইট টু বিভার’,মতো একাধিক ছবিতে। অন্যদিকে, এডি লার্জ ওরফে অ্যাডওয়ার্ড ম্যাকগিনিস ব্রিটিশ কৌতুক অভিনেতা হিসাবে জনপ্রিয় ছিলেন। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এডি লার্জ। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। তারপরই তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রান হারান।