September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মারন করোনার জেরে ইতালিতে একদিনে মৃত্যু ৩৬৮

দেশজুড়ে নোভেল করোনাভাইরাস আরো মারাত্মক আকার নিচ্ছে। ইতিমধ্যেই তা ভয়াবহ আকার নিয়েছে ইতালিতে। যেখানে মৃত্যু হয়েছে রেকর্ড ৩৬৮ জনের। অন্যদিকে, স্পেনের ফার্স্ট লেডিরও নভেল করোনা পজিটিভ। উল্লেখ্য,বিশ্বজুড়ে দশ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত। নিরাপত্তার খাতিরে বাকিংহাম প্যালেস ছেড়ে উইন্ডসর ক্যাসেলে গিয়ে থাকছেন ইংল্যান্ডের রানি। ভারতে এখনও পর্যন্ত আক্রান্ত ১১৩ জন। ইউরোপে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০০০। গত শুক্রবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছিল, চিন নয়, এবার করোনার কেন্দ্রস্থল ইউরোপ। পরিস্থিতি সে দিকেই যাচ্ছে। সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে। রবিবার থেকে সরকারি বনধ ফ্রান্সে। বাড়ি থেকে খুব দরকার ছাড়া না বেরোনোর নির্দেশিকা জারি হয়েছে। পাশাপাশি, প্রত্যেকটা দেশ নিজেদের বিচ্ছিন্ন করছে। বন্ধ করছে সীমান্ত। পরিস্থিতি যত খারাপ হচ্ছে, ততই চিনের বিরুদ্ধে অভিযোগ আরও জোরদার হচ্ছে। কেন চিনের নেতা শি জিংপিং আরও শুরুতে সতর্ক হলেন না। তা নিয়ে সুর চড়াচ্ছেন অনেকেই।