বেঙ্গালুরুতে এ বার Google-এর কর্মীর শরীরে ধরা পড়ল করোনাভাইরাস। শুক্রবার এই খবর নিশ্চিত করেছে গুগল। সূত্রের খবর, আক্রান্তের সহকর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু জানিয়েছেন, আক্রান্ত ২৬ বছরের যুবক সম্প্রতি গ্রিস থেকে ফিরেছিলেন। তাঁকে বেঙ্গালুরুর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। অন্যদিকে গুগলের তরফে জানানো হয়েছে, ওই যুবক দীর্ঘ সময় অফিসেই কাটাতেন। অফিসের অনেক কর্মীই আক্রান্ত যুবকের সংস্পর্শে এসেছেন। ফলে রোগটি যাতে ছড়িয়ে পড়তে না-পারে সে জন্য অন্যান্য কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শুক্রবারই ইরান থেকে ১২০ জন ভারতীয়কে দেশে ফেরানো হচ্ছে। তাঁদের আগামী ১৪ দিন জয়সলমীরের সেনার কোয়ারেন্টাইন ক্যাম্পে রাখা হবে বলে জানা গিয়েছে।