April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মামার বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত এক, আহত এক


নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর: আবারো পথদুর্ঘটনায় মৃত এক আহত এক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার হলদিয়া মোড়ে কালিমন্দির এর বিপরীতে, স্থানীয় সূত্রে জানা যায় বাইক এ ধাক্কা মেরে পালিয়ে যায় এক গাড়ি। বাইক এ থাকা এক মহিলার ঘটনা স্থলে মৃত্যু হয়েছে। আর এক পুরুষ কে আহত অবস্থায় কোলাঘাট থানার পুলিশ উদ্ধার করে মেছেদার একটি বেসর কারি নার্সিংহোম এ ভর্তি করা হয়েছে। মৃত মহিলার নাম সায়নতি গুচাইত। বয়স আনুমানিক ২২ বছর।

বাড়ি কোলাঘাট বিটহাউস থানার অন্তর্গত বাকডিহা গ্রামে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মামা ভাগ্নি বাইকে করে মামা বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আরো জানা যায় মামা বাড়ি তমলুক থানার রাধা মনির কাছে যতম পুর গ্রামে বাড়ি। মামা গৌতম সামন্তর বাইকে করে মামা বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা। আহত গৌতম সামন্তকে মেছেদা একটি বেসরকারি নার্সিং হোম এ ভর্তি করা হযেছে। ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।