July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মানুষের শরীরের পর এবার করোনা সংক্রামন পশুর শরীরে, আক্রান্ত আমেরিকার চিড়িয়াখানার এক বাঘিনী

করোনার থাবা এবার মানুষের শরীর ছেড়ে পশুর শরীরেও | করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেল নিউইয়র্ক এর ব্রঙ্কস চিড়িয়াখানার এক বাঘিনী শরীরে | মাত্র 4 বছর বয়সেই ওই বাহিনীর শরীরে কোভিড19 এর হদিস মেলে | তবে বাঘের শরীরে সেই সংক্রমণ কি করে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায় | তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বাঘিনীর শরীর থেকে ওই সংক্রমণ হয়তো বাকি পশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে | ইতিমধ্যে চিড়িয়াখানার বেশ কিছু পশুর শরীরে করোনা সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছে | আক্রান্ত ওই মালয়েশিয়ান বাঘিনীর নাম নাদিয়া | তবে পশুর শরীরে নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ কিভাবে কাজ করে এবং তা পশুদের কতটা ক্ষতি করবে তা সম্পূর্ণভাবে জানা নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা |
তবে করোনা আক্রান্ত বাঘিনীকে আলাদা একটি চিড়িয়াখানায় রাখা হয়েছে বলে জানা গিয়েছে | কিছুদিন আগে ওই বাঘিনী ও তার সঙ্গীদের কাশি হয়েছিল | এরপর তাদের মধ্যে পরীক্ষা করা হয় নাদিয়াকে | পরীক্ষায় তার রিপোর্ট করোনা পজিটিভ আসে | তবে মনে করা হচ্ছে বাঘগুলি দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তি থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে বলে | এখনো পর্যন্ত করোনা আক্রান্তের তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা | প্রতিনিয়ত সেখানে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা | এইসবের মধ্যে এবার প্রমাণ মিলল মানুষের থেকে করোনা পশুর শরীরে ছড়াতে পারে বলে |