করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়েছেন বিশিষ্ট থেকে সাধারণ মানুষ। ফুলবাগান চন্ডীতলা এলাকার বাসিন্দা ভক্তিপথ দাস পেশায় একজন ছোট্ট মুদি ব্যবসায়ী। করোনা যখন থাবা বসিয়েছে দিন আনা দিন খাওয়া মানুষের জীবনে, তখন লক ডাউনে গৃহবন্দী সকলের চিন্তা পেট চলবে কি করে সেই চিন্তা করে তাদের দিকে সাহায্যের হাত বাড়ালেন তিনি।
ভক্তিবাদ বাবু ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। অত্যন্ত প্রতিকূলতার মধ্যে দারিদ্রতাকে কাঁধে করে উনি বেড়ে উঠেছেন। দারিদ্রতাকে খুব কাছ থেকে দেখেছেন বলেই লকডাউন পরিস্থিতিতে কলকাতার ৫০০ টি পরিবারের প্রায় ১৯৭০ জনের পেট চালানোর দায় নিলেন ভক্তিবাদ বাবু। নিজের মুনাফা থেকে চাল ডাল আলু সাবান নুন আটা মাসকাবারি দ্রব্য তুলে দেন অসহায় দের হাতে।