তুন নির্দেশিকা জারি করল পর্ষদ। সূএের খবর, উত্তর পএে নম্বর কাটা হলে, সেই নম্বর কাটার কারনও লিখতে হবে পরীক্ষককে। এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। তা স্বত্বেও পরীক্ষা শুরু হওয়ার পরই শোনা গিয়েছে প্রশ্নপএ ফাঁস হওয়ার ঘটনা। এর জেরে অস্বস্তিতে পড়তে হয় পর্ষদকে। তবে মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে যাতে কোন সমস্যা না হয় সেই কারনে এমন ব্যবস্থা নিল পর্ষদ। অর্থাৎ কোনও ৫ নম্বরের প্রশ্নের উত্তরে যদি শিক্ষক ৩ দেন, সেক্ষেত্রে কেন ২ নম্বর কাটা হল তা লিখে দিতে হবে পরীক্ষককে। আর নতুন এই নিয়ম লাগু হবে চলতি বছরেই।