May 28, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

মাটি খুঁড়ে নিখোঁজ তরুণীর দেহ উদ্ধার ভাটপাড়ায়, গ্রেফতার ১

মাটি খুঁড়ে নিখোঁজ তরুণীর দেহ কুকুরের সাহায্যে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। জানাগিয়েছে, খুনে জড়িত সন্দেহে তরুণীর প্রেমিক মহম্মদ সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, নিখোঁজ ওই তরুণীর নাম আশা সাউ। তিনি ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বেল্লে শংকরপুরের বাসিন্দা মহম্মদ সাদ্দামের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল তাঁর। অন্যদিকে কিছুদিন আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান ওই তরুণী। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পরও ওই তরুণীর কোন হদিশ না মেলায় শেষমেষ বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর মামা।

এরপর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এই পরিস্থিতিতে মঙ্গলবার বেল্লে শংকরপুর এলাকায় একটি বাড়ির পিছনে মাটি খুঁড়ছিল একটি কুকুর। সেই সময়ই আচমকাই মাটির নিচ থেকে একটি দেহের কিছুটা অংশ বেরিয়ে পড়ে। ঘটনায় আতঙ্কে তড়িঘড়ি ভাটপাড়া থানায় খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ইতিমধ্যেই পুলিশের তরফে জানানো হয়েছে যে, উদ্ধার হওয়া দেহটি নিখোঁজ আশা সাউয়ের। যে জায়গা থেকে দেহটি উদ্ধার হয়েছে সেটা মৃতার প্রেমিক সাদ্দামের বাড়ির পিছনের অংশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়নের কারণেই প্রেমিকাকে খুন করে সাদ্দাম। এরপর প্রমাণ লোপাটে দেহ মাটিতে পুঁতে দেয় অভিযুক্ত। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।