নিজেস্ব প্রতিনিধি, কাজের সূএে কেউ ছিলেন ভিন রাজ্যে কেউ বা ছিলেন ভিন জেলায়। কিন্তু করোনা ভাইরাসের দাপটে দীর্ঘদিন ধরে লকডাউন চলছে দেশজুড়ে। আর তার ফলে কাজ হারিয়ে করুণ পরিস্থিতির শিকার হচ্ছে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকেরা। তারা খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে চলছেন বাড়ি ফেরার উদ্দেশ্যে।
এমনই চিত্র ধরা পড়লে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বাচ্চা গ্রামের বাসিন্দাদের মধ্যে। এছাড়া সেই গ্রামের একজন বাসিন্দা জানান, মেয়ের বিয়ে দেওয়ার কারণে ঋণ হয়ে গিয়েছিল। তাই ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে অভাব-অনটনের কারণে তাকে বাড়ি ফিরতে হয়। এই করুণ দশার মধ্যেই তারা বাড়িতে ফিরে আসেন। কোনো সময় লরিতে চেপে কোনো সময় আবার পায়ে হেঁটেই বাড়ি ফেরেন এই পরিযায়ী শ্রমিকেরা।
এছাড়া উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বেশ কিছু এলাকার বাসিন্দারা বউ বাচ্চাকে নিয়ে লরি চেপে পায়ে হেঁটে বাড়ি ফিরলেন। এইভাবে পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে বাড়ি ফিরতে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের।