করোনার জেরে যখন সারা বিশ্ব তথা গোটা দেশ জেরবার হচ্ছে, গোটা দেশে লকডাউনে অসহায় দুস্থ থেকে শুরু করে পশু-পাখিরা অনাহারে দিন কাটাচ্ছে সেই পরিস্থিতিতে মাংসের দোকানে পথচলতি কুকুরকে বেঁধে রাখা হচ্ছে। যারা কিনা করোনা পরিস্থিতিতে দুটো অন্ন পাচ্ছে না। তাঁদেরকে বেঁধে রাখা হচ্ছে। ঘটনাটির জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, গতকাল রাতে নেতাজি নগর থানায় খবর আসে, শ্রীকলোনি বাজারে একটি মাংসের দোকানে কয়েকটি কুকুর কে বেঁধে রাখা হয়েছে। খবর পেয়ে শ্রীকলোনি বাজারে যায় নেতাজি নগর থানার পুলিশ। সেখানে বাধা অবস্থায় কোন কুকুরকে পাওয়া যায়নি। এরপর জিজ্ঞাসাবাদে মাংসের দোকানের মালিক জানায়, সে পাড়ার কুকুরকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছিল যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। বেশ কয়েকজন পুলিশকে জানিয়েছেন ওই দোকানে কুকুরকে বেঁধে রাখা হয়েছিল। এই বিষয়ে এক ব্যক্তির নেতাজি নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে নেতাজি নগর থানার পুলিশ।