
শনিবার ফের দুর্ঘটনার খবর বজবজ মহেশতলা উড়ালপুলে | উড়ালপুল এর উপর দিয়ে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে ফেরার পথে প্রাণ হারালেন এক যুবক | সঙ্গে ছিলেন আরো এক ব্যক্তি | সেই ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে |
সূত্রের খবর শনিবার বাইক নিয়ে দুই বন্ধু দ্রুত গতিতে বজবজের দিক থেকে তারা তলার দিকে যাচ্ছিলেন | সে সময় হঠাৎই মোটর বাইকের চাকাটি একটি গর্তে পড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইক আরোহী | এরপর ঘটে দুর্ঘটনা | বাইক আরোহী সঙ্গে থাকা অপর যুবকের আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় | পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে | ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়