
মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা নেই | তবে উত্তরবঙ্গে পাঁচ জেলায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির চলবে | এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে | আগামী তিনদিন দক্ষিণবঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা |
আজ সকাল থেকে আকাশে রোদের দেখা গেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের দেখা মিলেছে | দিনের বিভিন্ন সময়ে ঝাকে ঝাকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা | হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে | পুজোর আগে চলতি সপ্তাহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 28 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে
আগামী দু’মাস তীব্র দহনজ্বালা