মহারাষ্ট্রের অওরঙ্গাবাদে মালগাড়ির ধাক্কায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনায়, দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল এবং শ্রদ্ধা জ্ঞাপন করলো বামফ্রন্ট নেতৃত্ব। উল্লেখ্য, উত্তরপ্রদশের বাড়ি ফেরার পথে মহারাষ্ট্রের অওরঙ্গাবাদে ক্লান্তিতে অবসন্ন হয়ে রেললাইনে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎই দূর্ঘটনাবশত মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয় ১৫ জন শ্রমিকের. শুক্রবার সন্ধ্যায় জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বুনিয়াদপুরে অওরঙ্গাবাদের শ্রমিক মৃত্যুর ঘটনায় মৌন মিছিল এবং শোক জ্ঞাপন কর্মসূচি পালন করে বামফ্রন্ট নেতৃত্ব।
পাশাপাশি কর্মসূত্রে ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন বাম নেতৃত্বরা।
এদিনের এই মৌন মিছিল এবং মোমবাতি জ্বালিয়ে শোক জ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ এর দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক গৌতম গোস্বামী সহ অন্যান্য রা।