October 5, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মহামারি করোনার মোকাবিলায় রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়জন পূর্ব মেদিনীপুরে

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: মহামারী নোবেল করোনা ভাইরাসের জেরেই রক্তের ঘাটতি মেটাতে এবার রক্তদান শিবির এর মধ্য দিয়ে রক্তের চাহিদা মেটানোর চেষ্টা করছে পুলিশ প্রশাসন। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেক কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করতে পারলেও এখনো বিজ্ঞান কৃত্রিম রক্ত তৈরি করতে সম্ভব হয়নি। তাই মুমূর্ষু রোগীকে কিংবা যুদ্ধক্ষেত্রে আহত সৈনিক কিংবা অ্যানিমিয়া বা লিউকোমিয়া কিংবা বিভিন্ন ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে বাঁচাতে রক্তের খুব প্রয়োজন। তাছাড়া সম্প্রতি ভাইরাসে আক্রান্ত মানুষের রক্তের খুবই প্রয়োজন। এই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারের উদ্যোগে এবং পটাশপুর থানার সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ইতিপূর্বেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বিভিন্ন থানা থেকে পুলিশের উদ্যোগে রক্তদান শিবির হবে। এ দিন প্রশাসনের পক্ষ থেকে অন্তত ৫০ ব্যাগ রক্ত টার্গেট নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন শিবিরে উপস্থিত ছিলেন এগরার এসডিপিও আকতার আলি, এগরার সিআই দেবাশিষ সরকার ও পটাশপুরের ওসি চন্দ্রকান্ত শাসমল এবং পটাশপুর-১ ব্লকের বিডিও সুভাষ কুমার ঘোষ-সহ প্রশাসনের কর্মকর্তারা। তবে এ দিন সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশের তরফে রক্তদান শিবির আয়োজিত হয়। পাশাপাশি কোলাঘাট থানার গোপালনগর উৎসব ও শিশুমেলার কমিটির পক্ষ থেকে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কমিটির সদস্য ছাড়াও ২০ জন রক্তদাতা এদিন রক্ত দান করেন। জানা গেছে এই কমিটি সারা বছরই নানান সমাজ সেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, তবে বর্তমানে ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর জন্যই এই উদ্যোগ।