মসজিদে মহিলাদের প্রবেশ ও নমাজ পাঠে কোনও নিষেধ নেই, বুধবার সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় ঠিক এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ড। মসজিদে মহিলাদের প্রবেশাধিকারের দাবিতে শীর্ষ আদালতে আবেদন করেন ইয়াসমিজ জুবের আহমেদ পিরজাদে এবং জুবের আহমেদ পিরজাদে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই মামলায় তার রায় শোনান। AIMPLB জানিয়েছে, মসজিদে প্রবেশ করে নমাজ পড়তে পারেন মহিলারা। এক্ষেত্রে কোনও বাধানিষেধ নেই। মহিলারা চাইলেই মসজিদে প্রবেশ করতে পারেন। তবে পুরুষদের ক্ষেত্রে প্রতি শুক্রবার মসজিদে গিয়ে নমাজ পড়া বাধ্যতামূলক। তবে মুসলিম মহিলাদের ক্ষেত্রে এমন কোনও বাধ্যবাধকতা নেই। তাঁরা চাইলে বাড়িতেও শুক্রবারের নমাজ পড়তে পারেন।
উল্লেখ্য, চলতি মাসেই ধর্মীয় স্থানে লিঙ্গবৈষম্য নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। শবরীমালা রায়ের পুনর্বিবেচনার আরজি খারিজ কোর শীর্ষ আদালতের নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ হিন্দু, মুসলিম, পারসি ও দাউদি বহোরা সম্প্রদায়ের ধর্মস্থলে মহিলাদের প্রবেশ সংক্রান্ত আলোচ্য বিষয়গুলি স্থির করার নির্দেশ দিয়েছিল। সেখানেই মসজিদে মহিলাদের প্রবেশের বিষয়টিও আসে। বিশ্লেষকদের মতে, শীর্ষ আদালতের বেনজির পদক্ষেপের পরই চাপে পড়ে ধর্মীয় স্থানে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ড।