দেশের এই মন্দার বাজারে অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বাজারে নগদ অর্থের যোগান বাড়াতে সুদের হার কমানোর লক্ষ্যে বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাংক৷ করোনা ভাইরাসের জেরে অর্থনীতিতে যে হারে প্রভাব পড়েছে তাতে গতকালই 1 লক্ষ 70 হাজার টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করে কেন্দ্র৷ আর তারপরেই শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের বড় ঘোষণা, রেপোরেট এবং রিজার্ভ রেপোরেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান গভর্নর শক্তিকান্ত দাস| এক ধাক্কায় রেপোরেট 75 বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হলো৷ নতুন রেপোরেট হলো 4.4%| শুক্রবার সকাল 10 টায় সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানান, করোনা ভাইরাসের সংক্রমণ গোটা বিশ্বে মন্দার পরিস্থিতিকে অনিবার্য করে তুলছে৷ সেই কারণে মনিটারি পলিসি কমিটি কমিটি স্থির করেছে বাজারে অর্থের জোগান বাড়ানোর যথাসাধ্য চেষ্টা করা হবে৷ পাশাপাশি ঋণের টাকা ফেরতের শর্ত কিছুটা শিথিল করা হবে৷ রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপের ফলে বাজারে তিন লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকার যোগান বাড়বে বলে আশা করা হচ্ছে| তবে এই মন্দার বাজারে যাতে কোনো ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুলি চাপের মুখে না পড়ে তাদের অর্থের ক্ষেত্রে তিন মাসের সুদের মোরাটোরিয়াম ঘোষণা করেছে, অর্থাৎ তিন মাসের সুদের টাকা না নেওয়ার কথা জানানো হয়৷