January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মদ্যপ ভাইপোর হাতে খুন হলো কাকিমা

2নম্বর রবীন্দ্রনগর এ মদ্যপ ভাইপোর হাতে খুন হলো কাকিমা। ভাইপো কলকাতা পুলিশ এর কর্মী। দীর্ঘদিন ধীরে বাড়ির আর সবার উপর অত্যাচার করতো অভিযুক্ত সুভাসিস দত্ত (45)। গতকাল নিজেই ঘরে মদ্য পান করছিল শুভাশিস। পাশের ঘরে কাকিমা নমিতা দত্ত (72)পুজো দিছিলো। পরিবারের অভিযোগ, সেই সময় শুভাশিস হাতে হাতুড়ি নিয়ে ঠাকুর ঘরে ঢুকে কাকিমার উপর চড়াও হয়। একদিক হাতুড়ির বাড়ি মারতে থাকে কাকিমার মাথার উপর। রক্তাক্ত হয়ে কাকিমা ঘরে লুটিয়ে পড়ে। তারপর অভিযুক্ত নিজের ঘরে ঢুকে যায় । পরিবারের লোকেরা ছুটে আসে পাড়ার লোকেদের সাহায্য নিয়ে পাঠানো হয় বিদ্যাসাগর হসপিটালে। অভিযুক্ত কে পর্ণশ্রী থানা এরেস্ট করে। শুক্রবার সকালে আহত নমিতা দেবী মারা গেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। পরিবারের লোক ও পাড়ার লোকেরা দাবি অভিযুক্ত শুভাশিস এর যেন কঠোর শাস্তি হয়।