July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মঙ্গলবার রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দিনদিন ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ জোরালো হচ্ছে৷ ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা প্রায় 550 ছাড়িয়ে গেছে৷ দেশে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে মোট 10 জনের৷এই পরিস্থিতিতে দ্বিতীয়বার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর আগে গত বৃহস্পতিবার তিনি ভাষণে জানিয়েছিলেন জনতা কার্ফুর কথা৷ সেই অনুযায়ী গত রবিবার দেশজুড়ে পালন করা হয় জনতা কার্ফু ।কিন্তু পরিস্থিতি ক্রমশ আরও জটিল হওয়ায় রবিবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয় সব ট্রেন৷ ট্রেনের পাশাপাশি সোমবার বিকেল থেকে দেশের 80 টি শহরে চলছে লকডাউন৷ এমনকি দেশের মধ্যে বিমান চলাচল ও বন্ধ করে দেওয়া হয়েছে৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানান করোনা ভাইরাস মহামারী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় মঙ্গলবার রাত আটটায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন৷ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী কী বলেন এখন তার দিকেই তাকিয়ে সমগ্র দেশবাসী৷