আগামী 14 এপ্রিল পর্যন্ত লকডাউন রাখা হয়েছে গোটা দেশ, তার জেরে এতদিন পর্যন্ত বন্ধ ছিল মিষ্টির দোকান৷এবার 31 মার্চ থেকে মিষ্টির দোকান খোলার অনুমতি দিয়েছেন রাজ্য সরকার৷সোমবার রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে মঙ্গলবার বেলা বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান। এতদিন মিষ্টির দোকান বন্ধ থাকায় বেশ কিছুটা সমস্যায় পড়েছিলেন মিষ্টির দোকানের মালিকেরা৷ এরপর এদিন মিষ্টির দোকান খোলায় জোরকদমে শুরু হয়ে গিয়েছিল মিষ্টি তৈরির কাজ৷
রাজ্য সরকারের অনুমতি অনুযায়ী,এদিন বেলা ১২টা তেই খুলে গিয়েছিল শহরের একাধিক মিষ্টির দোকান৷ দোকান খোলার পরে ক্রেতাদের ভিড় নেমে আসে দোকানগুলিতে৷ জানা গেছে আগামী দু’দিনের মধ্যে দুধের সরবরাহ স্বাভাবিক হলে বাঙালির প্রিয় রসগোল্লা, সন্দেশ সকল ধরনের মিষ্টি বাজারে পর্যাপ্ত পরিমাণে মিলবে৷ এদিন দোকান খোলার পর থেকে ক্রেতাদের ভিড় দেখে অনেকটা স্বস্তি, মিষ্টি ব্যবসায়ীদের৷ পাশাপাশি দোকানে ঢোকার আগে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ানো হচ্ছে অনেক জায়গায়,এমন দৃশ্যও উঠে এসেছে।