May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

ভোট পরবর্তী হিংসাতে দাঁতনের মোহনপুরে আক্রান্ত তৃণমূল , বাড়ি ভাঙচুর, আহত ৪

পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার রেমু গ্রামে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পর দলীয় পতাকা ছেরা কে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে গোলমাল বাধে। ওই গ্রামের তৃণমূল সমর্থক এর পাঁচটি বাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এবং আহত হন তৃণমূল কর্মী চারজন তাদের প্রথমে মোহনপুর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে গুরুতর থাকায় তাকে রেফার করা হয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। বিজেপির তরফ এ সমস্ত ঘটনার কথা অস্বীকার করা হয়েছে বলা হয়েছে এটা জনরোষের কারণেই এই ঘটনা।