রাজস্থান থেকে ফিরেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকারই প্রায় তিন শতাধিক শ্রমিক ও তাদের পরিবার। এরা প্রত্যেকেই নিজের নিজের গ্রামে ফিরছে সরকারি ভাবে স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পর। কিন্তু গ্রামে ফিরতেই এদের নিয়ে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। কারণ এরা সরকারের নির্দেশিকা অমান্য করে গ্রামের যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন। সোশ্যাল ডিস্ট্যান্সসিংয়ের নির্দেশ মানছেন না। এতে গ্রামের লোকেরা সংক্রমনের ভয় ছড়িয়েছে|
হরিশ্চন্দ্রপুর এর প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন জানান রাজ্য সরকারের উদ্যোগে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ২২৩ জন পরিযায়ী শ্রমিক ও তার পরিবার আজ সকালে আজমীর শরীফ থেকে এসে পৌঁছায়। ডানকুনি পর্যন্ত এরা ট্রেনের মাধ্যমে এসেছে। সেখান থেকে সরকারি বাসে আজ হরিশ্চন্দ্রপুর এ পৌঁছানো হলো। বাড়ির লোকেরা যার জন্য চিন্তায় ছিল। স্বাস্থ্য দপ্তরের কড়া নজরদারিতে এরা আজ থেকে হোম কোয়ারান্টিনে থাকবে। এলাকার স্বাস্থ্যকর্মীরা প্রতি নিয়ত এ ব্যাপারে নজরদারি চালাবে