করোনা রুখতে তিন লকডাউনের ফলে জেরবার দিনমজুর থেকে সাধারন মানুষ। আর লকডাউনের পর সমস্থ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছে ভিন রাজ্যের শ্রমিকরা। একদিকে তাঁদের যেমন রোজকার বন্ধ হয়ে গেছে অন্যদিকে তেমনি তাঁদের বাড়ি ফেরার রাস্থাও বন্ধ। তারা কি খাবে এই ভাবনায় নাজেহাল হয়ে যাচ্ছে তারা। এমন চরম বিপদের দিনে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের পাশে দাঁড়ালেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। সূত্রের খবর, মাস তিনেক আগে সন্দেশখালি ১ নম্বর ব্লকের ন্যাজাট থানার এলাকা থেকে প্রায় চল্লিশ জনেরও বেশি যুবক কাজের জন্য গিয়েছিলেন ঝাড়খণ্ডের রাঁচিতে। তিন সপ্তাহ লকডাউনের জেরে স্বাভাবিকবশতই সংশ্লিষ্ট রাজ্যে আটকে পড়েছেন তাঁরা। বাড়ি ফিরতে পারেননি। তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তৎপর হয়ে ওঠেন সাংসদ নুসরত জাহান । নিজের সংসদীয় এলাকার সেই অসহায় শ্রমিকদের কাছেই যেন এই চরম দুর্দিনে ত্রাতা হয়ে উঠলেন। জানা গিয়েছে, সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে রাঁচিতেই চল্লিশ জনেরও বেশি আটকে থাকা ওই বাঙালি শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিলেন তারকা সাংসদ। তাঁদের যেন কোনওরকম অসুবিধে না হয়, সেই ব্যবস্থাও করেছেন নুসরত জাহান।