জাতীয় পুরস্কারে ভূষিত বলিউডের নতুন হার্টথ্রব অভিনেতা ভিকি কৌশল। তাঁর আগামী ছবি ‘সর্দার উধম’। ছবির মুক্তি পিছিয়ে গেল। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১৫ জানুয়ারি। ইনস্টাগ্রামে শুক্রবার নিজেই একথা ঘোষণা করেছেন অভিনেতা। যদিও এই খবরে মন খারাপ ভিকির ফ্যানেদের। নিজের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ভিকি লিখেছেন, ‘১৯৪০ সালের ১৩ মার্চ সর্দার উধম একা হাতে মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন। জালিওয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বদলা নিয়েছিলেন লন্ডনে। তাঁর কাহিনিকে মর্যাদা দিতেই স্ক্রিনে এই ছবি মুক্তি পাবে ২০২১ সালের ১৫ জানুয়ারি।’ এ বছরের ২ অক্টোবর ছবি মুক্তির কথা ছিল। বলিউডের বাঙালি পরিচালক সুজিত সরকার বানাচ্ছেন বিপ্লবী উধম সিং-এর বায়োপিক। উধম সিং-এর ভূমিকায় দেখা যাবে বলিউডের লেটেস্ট হার্টথ্রব ভিকি কৌশলকে। শ্যুটিং-এর ফাঁকে নিজের উধম সিং-রূপী ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন ভিকি নিজেই।