নিজেস্ব প্রতিনিধি, রাতভোর প্রবল বৃষ্টিতে রায়গঞ্জ পৌর এলাকার বেশ কয়েকটি নীচু এলাকায় জলবন্দী হয়ে পড়েছেন এলাকার মানুষ। নিকাশী ব্যবস্থা সঠিক না থাকার ফলে বৃষ্টির জল নামতে পারে নি। ফলে জল নালা দিয়ে বসত বাড়িতে ঢুকে পড়েছে। শোবার ঘর, রান্না ঘরে জল ঢুকে পড়ায় ব্যপক সমস্যায় পড়েছে রায়গঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পূর্বাশাপাড়া, উত্তর কলেজপাড়ার এবং কলেজ পাড়ার বাসিন্দারা। ঘরে মধ্যে বৃস্টির জল ঢুকে পরায় ওই এলাকার বাসিন্দাদের রান্না করতেও সমস্যায় পড়তে হচ্ছে। তবে আশার কথা বেলা বাড়তেই বৃষ্টি কিছুটা কমেছে। কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে থাকে সারা দিন ধরে। সাথে আকাশ মেঘলা থাকে।
এলাকা সরোজমিনে খতিয়ে দেখতে বের হয়েছেন স্থানীয় কাউন্সিলর অর্নব মন্ডল। তিনি জানিয়েছে, একদিকে করোনা ভাইরাসের আতঙ্কিত মানুষ। তার উপর নতুন করে প্রাকৃতিক দুর্যোগ। বৃষ্টি কমার পর বৃষ্টির জল না বের হলে মেশিন নিয়ে এসে জল বের করার ব্যবস্থা করা হবে। এই এলাকা কিছু নীচু। ফলে নিকাশী ব্যবস্থা খুব ভাল করা যায় নি। ফলে ভারি বৃষ্টি হওয়ায় মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।