মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা : বৈশাখ মাসের প্রায় মাঝামাঝি। কিন্তু অন্যবারের থেকে এবারে গরম অনেকটাই কম। গত সপ্তাহে ঝড় বৃষ্টির জেরে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে আবহাওয়ার।চলতি সপ্তাহে মঙ্গলবার সকাল থেকে জেলা জুড়ে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। উত্তর ২৪ পরগণার বনগাঁ, গোবরডাঙ্গা, হাবড়া, অশোকনগর, বারাসাত, হৃদয়পুর ও মধ্যমগ্রামের বিস্তীর্ণ অংশ জুড়ে দীর্ঘসময় ধরে ভারী বৃষ্টি হয়। সাথে মেঘ গুড় গুড় শব্দে ঠান্ডা হওয়া বইতে থাকে। সবমিলিয়ে তপ্ত গ্রীষ্মের উত্তাপ থেকে রাজ্যবাসী বেশ খানিকটা স্বস্তি পেল।