September 23, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

‘ভারত মাতা কি জয়’ স্লোগান নিয়ে বাকযুদ্ধ দেশের বর্তমান ও প্রাক্তন প্রধানমন্ত্রীর মধ্যে

স্লোগান নিয়ে ফের একবার বাকযুদ্ধ দেশের বর্তমান ও প্রাক্তন প্রধানমন্ত্রীর মধ্যে। ‘ভারত মাতা কি জয়’ স্লোগানের মাধ্যমে উগ্রপন্থার ধারণা তৈরির চেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ জওহরলাল নেহরুর কাজ ও বক্তৃতা নিয়ে একটি বই প্রকাশের অনুষ্ঠানে মনমোহন সিং বলেছিলেন ‘‌ভারতে গণতন্ত্র নিয়ে আসার পিছনে একমাত্র হাত পণ্ডিত জওহরলাল নেহরুর। আর তাঁর সেই ভারতমাতা কি জয় স্লোগানের মধ্য দিয়ে এখন উগ্রপন্থা ছড়ানো হচ্ছে।’

আর তারই পরিপ্রেক্ষিতে মনমোহনকে নিশানা করলেন নরেন্দ্র মোদি। বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে মোদি বলেন, ‘ভারত মাতা কি জয়’ নিয়ে এখন অনেকে আপত্তি করছেন৷ আগে ‘বন্দে মাতরমে’ আপত্তি তোলা হত৷’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিকাশ আমাদের মন্ত্র৷ শান্তি, সম্প্রীতি উন্নয়নের জন্য জরুরি৷ বিজেপির কাছে আগে জাতীয় স্বার্থ৷ তারপর দলের স্বার্থ৷’

একই সঙ্গে শান্তি বজায় রাখার জন্যও বিজেপি সাংসদদের বার্তা দেন মোদি৷