যে ভাবে বেরে চলেছে লক ডাউন এই পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া দিন মজুর ঘরবন্দী হয়ে রয়েছে। এই মারন ভাইরাস জন্য। কাজকর্ম হারিয়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই অবস্থায় সংসার চালানোর দায় হয়ে পড়েছে।এই পরিস্তিতে অত্যন্ত গ্রাম মালদা জেলার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত শ্রীরামপুর অঞ্চলের হালুবপাড়া গ্রামে প্রায় ৩০০ মানুষদের জন্য দুপুরে রান্না করার ব্যাবস্থা করেন একটি সেচ্ছাসেবী সংগঠন টিম তারাশঙ্কর চ্যারিটির ।
ভাত, ডিম,সোয়াবিন, আলু-পটলের সবজি ও পাপর ভাজার খাওয়ানোর ব্যাবস্থা করাহয়। এই ভাবে লকডাউনের মধ্যে প্রতিটা দিন এই ভাবেই খাবার খাওয়ানোর ব্যবস্থা করা আসছে এই সংগঠন।শুধু মানুষের জন্য নয় রাস্তা ঘুরে বারানো কুকুরদের জন্য খাবার দিয়ে চলেছে এই টিম তারাশঙ্কর চ্যারিটি।কখনো রাস্তায় ঘুরেবেড়ানো ভবঘুরেদের খাওয়ানো তাদের বাড়ি ঠিকানা খোঁজে তাদের বাড়ি পৌঁছাতে উদ্যোগের সাথে কাজ করেছেন এই সংস্থার সদস্যরা।