করোনা ভাইরাসে আক্রান্তের থাবা ক্রমেই বাড়ছে ভারতে ৷ নতুন করে আরও ৩ জনের শরীরে মিলল করোনা ৷ সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেরে দাঁড়াল ৩৯ । সূএের খবর, কেরলে আরও পাঁচ জনের শরীরে করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তাদের কেরলের হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু হয়েছে বলেও জানা যায়। তবে পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। বিদেশ ফেরত বিমানযাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। পাশাপাশি হাসপাতাল গুলিতে তৈরি রাখা হয়েছে আইসোলেশন সেন্টার। করোনার সংক্রামন এড়াতেও একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।