চীন ছাপিয়ে এবার করোনা ভাইরাসের দাপট ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বজুড়ে। এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রন্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জন। দিন দিন ক্রমশ করোনা ভাইরাসের জের বেড়ে যাওয়ায় তাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশবাসীর মধ্যে। সূএের খবর, বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রাখার সময় করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন তিনি জানান,“ব্যাতিক্রমী পরিস্থিতিতে বিশেষভাবে মোকাবিলা করার প্রয়োজন আছে”। অন্যদিকে এবার হু জানিয়ে দিয়েছে, বিশ্ব জুড়ে করোনা ভাইরাস মহামারির আকার নিয়েছে। হু প্রধান বলেন, কিছু দেশ দেখিয়ে দিয়েছে এই ভাইরাসটি দমন ও নিয়ন্ত্রণ করা যায়। এই ভাইরাসের জেরে মৃতুর সংখ্যা ক্রমশই বাড়ছে।