চিনা করোনা ভাইরাসের থাবা ভারতেও। প্রতিদিনই ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যাও| এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 জন | বুধবার সকালে তামিলনাড়ুর মাদুরাইতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির, বয়স ছিল 54 বছর৷ তবে জানা গিয়েছে ওই ব্যক্তি কোন বিদেশ ভ্রমণ করে ফেরেননি বলেই৷ এই মুহূর্তে গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 523 জন৷ এদের মধ্যে সবথেকে বেশি কোন আক্রান্তের হদিস মিলেছে মহারাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা দিন দিন যেভাবে বেড়ে চলেছে তাতে সতর্কতামূলক নানা পদক্ষেপ গ্রহণ করেছেন কেন্দ্রীয় সরকার৷ মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান,আগামী 14 এপ্রিল পর্যন্ত 21 দিনের জন্য লকডাউন থাকবে গোটা দেশI পাশাপাশি করোনা মোকাবিলায় স্বাস্থ্য ক্ষেত্রে 15 হাজার কোটি টাকা ধার্য করল কেন্দ্রীয় সরকার৷করোনা সংক্রমণ যাতে আর বেশি বৃদ্ধি না পায় তার জন্য কয়েকটি রাজ্যে 144 ধারা জারি করা হয়েছে| তবে এবার করনা মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন গোটা দেশবাসী৷