December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ভারতে করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা একশ পার করলো, আক্রান্ত 4077 জন

যত দিন যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা | তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও | চিনা করোনা ভাইরাসের থাবা গোটা বিশ্বে | এবার সেই কোপ ক্রমশ জটিল হচ্ছে ভারতেও |
রবিবার পর্যন্ত দেশে কোভিড19 এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল 77 জনের | কিন্তু গত 24 ঘণ্টার মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল 109 | অর্থাৎ গত 24 ঘণ্টায় 32 জনের মৃত্যু হয়েছে করোনার গ্রাসে | পাশাপাশি গত 24 ঘন্টায় নতুন করে 693 জনের শরীরে কোভিড19 এর হদিশ মিলেছে | প্রতি মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনার থাবায় আক্রান্তের সংখ্যা | এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 4077 জন | তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 291 জন | এখনো পর্যন্ত ভারতের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র | এই সংকটজনক পরিস্থিতিতে করোনা মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সরকার |