দেশ জুড়ে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৫০৮ জন। তাতে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকল ৪ হাজার ৭৮৯-এ। আক্রান্তের নিরিখএ এখনও পর্যন্ত দেশের মধ্যে এগিয়ে রয়েছে মহারাষ্ট্রই। মঙ্গলবার সেখানে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮৬৮-এ। তাঁর পরেই আছে তামিলনাড়ু ও কেরালার স্থান। করোনা আক্রান্তের সংখ্যায় পিছিয়ে নেই রাজধানী দিল্লিও। সেই সঙ্গে বেড়েছে করোনায় আক্রান্তের মৃত্যুর সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়। ফলে এই মুহূর্তে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৪। সুস্থ হয়েছেন ৩৫৩ জন। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সমীক্ষ্যা অনুযায়ী করোনা সংক্রমণের তৃতীয় পর্যায়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারত। তাই এবার গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে সবরকম ব্যবস্থা নিতে কোমর বাঁধছে কেন্দ্রীয় সরকার।