September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ভারতে করোনার বলি বেড়ে ১১, বিশ্বে আক্রান্ত ছাড়াল ৪ লাখ

ভারতে নোভেলকরোনা ভাইরাসে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ১১ জন। বুধবার তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে এক করোনা আক্রান্তের। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬২। তাঁদের মধ্যে ৫১৯ জন ভারতীয় এবং ৪৩ জন বিদেশি। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। করোনা সংক্রমণে এই প্রথম মৃত্যু হল তামিলনাড়ুতে। সংক্রমণ ছড়িয়ে পড়ছে উত্তর পূর্বের রাজ্যগুলিতেও। প্রথম আক্রান্তের খবর পাওয়া গিয়েছে মিজোরামে। এ দিন মধ্যপ্রদেশে নতুন করে ৫ জন আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশের পিলভিটে আরও এক জন আক্রান্ত লখনউয়ের কিং জর্জ হাসপাতালে চিকিৎসাধীন।

দেশে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে কেরল। সেখানে ১০৯ জন আক্রান্ত হয়েছেন। ১০১ জন আক্রান্তের সংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। কিন্তু এর মধ্যে কিছুটা স্বস্তির খবর, ইতিমধ্যেই দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪০ জন। সংক্রমণ ঠেকাতে আগামী ২১ দিন টানা গোটা দেশ লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময় সকলকেই ঘরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে জরুরি পরিষেবাগুলো অব্যাহত থাকবে বলেই জানিয়েছেন তিনি।

অন্য দিকে বিশ্বে আক্রান্তের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। ইতিমধ্যেই গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯১৫। মৃত্যু ছাড়িয়েছে ১৮ হাজার। ইটালিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সেখানে মৃত্যু হয়েছে সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ হাজার।