ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম প্রধান নেতা মনমোহন সিং-। শারীরীক অসুস্থতা ও বুকে ব্যাথা নিয়ে ভর্তি হলেন হাসপাতালে। রবিবার বিকেল থেকে নয়া দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা AIIMS এ বর্তমানে চিকিৎসাধীন তিনি। হাস্পাতাল সূত্রে খবর তাঁকে কার্ডিয়াক বিভাগে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাঁর অবস্থা এখন কিছুটা স্থিতিশীল হলেও পুরোপুরি বিপদমুক্ত নন তিনি। জানালেন চিকিৎসকরা।