September 22, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

ভারতের কাছে ধরাশায়ী শ্রীলঙ্কা, আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে পা রাখল ওমেন-ইন-ব্লু। অস্ট্রেলিয়া,বাংলাদেশ, নিউজিল্যান্ড পরপর তিনটি দেশকে হারিয়ে শেষমেষ লঙ্কাবাহিনীকে ধরাশায়ী করে সেমিফাইনালে নিজের জায়গা করে নিলেন ভারতের হরমনপ্রীত বাহিনী। যদিও এদিনের এই ম্যাচটি শ্রীলঙ্কার কাছে ছিল নিয়মরক্ষার। শনিবার টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা মহিলা দল। খেলার শুরুতেই মাত্র ১২ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার।

যদিও শ্রীলঙ্কার অধিনায়ক চামরি আট্টাপাট্টুর ৩৩ রান ও শেষদিকে কবিশা দিলারি ২৪ রান ছাড়া কোনও ব্যাটসওমেন সেভাবে ক্রিজে দাঁড়াতে না পারায় ইনিংস শেষ হয় মাত্র ১১৩ রানে। এদিন বল হাতে ভারতের হয়ে চারটি উইকেট পান রাধা যাদব ও রাজেশ্বরী গায়কোয়াড় পান ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে মাত্র ৩৪ বলে ৭টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়ে ৪৭ রান করে শেফালি । স্মৃতি মন্ধানা ১৭ রান করেন। শেষপর্যন্ত মাত্র ৩ উইকেট হারিয়ে ১৪ ওভার ৪ বলেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। আর তারসাথে গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সেমিফাইনালে পা রাখল।