যত দিন যাচ্ছে ততই ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 900 এর কাছাকাছি৷ ইতিমধ্যে মৃত্যু হয়েছে 19 জনের৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের হদিস মিলেছে আরো 110 জনের শরীরে৷ সূত্রের খবর করোনা মোকাবিলায় ভ্যাকসিন তৈরি করা হচ্ছে,তবে ভ্যাকসিন তৈরি করতে কমপক্ষে 12 থেকে 18 মাস সময় লাগবে বলে জানিয়েছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।পাশাপাশি জানা গিয়েছে করোনা আক্রান্ত দেশগুলির পাশে দাঁড়িয়ে বিশ্বের মোট 64 টি দেশকে প্রায় 14 হাজার কোটি টাকা আর্থিক অনুদান দিয়ে সাহায্য করেছে আমেরিকা। তার মধ্যে ভারতের জন্য বরাদ্দ করা হয়েছে 22 কোটি টাকা৷ সূত্রের খবর করোনা মোকাবিলায় কোয়ারেন্টাইন সেন্টার ,ল্যাবরেটরি এবং বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আর্থিক সাহায্য করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে৷ ভারতে করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷দেশবাসীর সুরক্ষার্থে আগামী 14 এপ্রিল পর্যন্ত লকডাউন রাখা হয়েছে গোটা দেশ৷ তবে জানা গিয়েছে এইভাবে আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকলে কয়েক দিনের মধ্যেই ভারত করোনা স্টেজ 3 তে চলে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা|