September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ভারতীয় বানিজ্যের নতুন দিশা, রেকর্ড লাভ গড়ল মুকেশের জিও


দেশের সংকটজনক পরিস্থিতিতে এখন ব্যবসা-বাণিজ্য তীব্র সংকটের মুখে। এই সময় প্রায় বন্ধের মুখে অনেক ব্যবসায়। ফলে প্রবল আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে অধিকাংশ সংস্থাকে। একইসাথে জানা গিয়েছে, লকডাউনের জেরে প্রবল লোকসানের সম্মুখীন হতে হয়েছে মুকেশ আম্বানি সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে। চতুর্থ ত্রৈমাসিক রিপোর্ট ৪৫.৫ শতাংশ এবং গত অর্থবছরে ৩৮.৭ শতাংশ বৃদ্ধির হার কমেছে। যার জন্য মোট লাভের পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকার।

অন্যদিকে জিও চতুর্থ ত্রৈমাসিকে তাদের সংস্থা প্রায় ৭৩ শতাংশ বৃদ্ধি ঘটেছে। তবে এবার লকডাউনের মধ্যেই শোনা গেল এক নতুন খবর। রিলায়েন্স জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার নিয়েছে ফেইসবুক সংস্থা। ৪৩ হাজার কোটি টাকা ব্যয় করছে মার্ক জুকারবার্গের সংস্থা। জানা গিয়েছে, এখনো পর্যন্ত গোটা দুনিয়ায় ফেসবুকে সব থেকে বেশি গ্রাহক রয়েছে ভারতবর্ষে। আর একইসাথে দুনিয়ার সব থেকে বড় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও। এবার এই দুই সংস্থার একত্রিত হওয়ায় ডিজিটাল দুনিয়ায় বড় চমক আসার অপেক্ষায় গ্রাহকেরা। প্রসঙ্গত উল্লেখ্য, এই ঘটনার ফলে আরও একবার এশিয়ার ধনীত্তম ব্যক্তির তালিকায় আলিবাবার মালিককে পিছনে ফেলে শীর্ষে চলে এলেন মুকেশ আম্বানি।