April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ভারতীয় ফুটবলে নক্ষত্রপতন, চলে গেলেন চুনী গোস্বামী


পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন জাকার্তা এশিয়াডে ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র চুনী গোস্বামী। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে পরপর দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। সেই সময় তিনি যোধপুর পার্কের নিজের ফ্ল্যাটে ছিলেন। এরপর সেখান থেকে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও একবার হার্ট অ্যাটাক হয় তার। এরপরই চিকিৎসকদের শত চেষ্টা বিফলে করে চির নিদ্রায় শায়িত হলেন ফুটবল জগতের অন্যতম নক্ষত্র চুনী গোস্বামী। পিকে-র পর ফের একবার ভারতীয় ফুটবল দলের নক্ষত্র পতন ঘটে। ১৯৪৮ সালে মোহনবাগানের জুনিয়র দলে সুযোগ পান চুনী গোস্বামী। এরপর ১৯৫৬ সালে ভারতীয় দলের অভিষেক হয় তার। ঠিক তার দুবছর পরে ভারতীয় অধিনায়ক হন তিনি। আজীবন তিনি মোহনবাগানের ফুটবলার ছিলেন। মোহনবাগানের হয়ে ২০০-র বেশি গোল রয়েছে তাঁর। ১৯৬৩ সালে অর্জুন পুরস্কার পান চুনী গোস্বামী। এরপর ১৯৮৩ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তিনি। ২০০৫ সালে মোহনবাগান রত্নে তাঁকে ভূষিত করে ক্লাব।