September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ব্রিটেনে করোনায় মৃত্যুর সংখ্যা ছাপিয়ে ৩২ হাজার

প্রাণঘাতী করোনা ক্রমশই আকার ধারন করছে সমগ্র বিশ্বে। ব্রিটেনে বাড়ছে মৃতের সংখ্যা। যুক্তরাজ্যে এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের বলি হয়েছেন ৩২ হাজার মানুষ। মৃত্যুর পরিসংখ্যানে ইটালিকেও ছাড়িয়ে গিয়েছে ব্রিটেন। ইটালিতে এখনও পর্যন্ত করোনায় ২৯ হাজার ৭৯ জন মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু ব্রিটেনে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩২ হাজার। ইউরোপে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ব্রিটেনেই। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে দেশ সচিব ডোমিনিক রাব জানিয়েছেন, “আমার মনে হয় না এই মহামারি শেষ হওয়ার আগে পর্যন্ত দেশগুলি কী অবস্থায় আছে তা বোঝা যাবে। বিশেষত যতদিন না এই পরিস্থিতি শেষ হবে, ততদিন পর্যন্ত মৃত্যুর বিষয়ে আন্তর্জাতিক তথ্য সঠিকভাবে পাওয়া যাবে না।”