ব্রিজের পর এবার জলের ট্যাঙ্ক গুলির বেহাল দশা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যে। একদিকে যেমন বেহাল স্বাস্থ্যের কারণে ভেঙে পড়ছে সেতু গুলি, অন্যদিকে একইভাবে জলের ট্যাঙ্ক গুলিও রাজ্যের উদ্বেগ বাড়াচ্ছে। গতমাসেই ভেঙে পরেছিল বাঁকুড়ার সারেঙ্গায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলাধার। জানা গিয়েছে, ওই ট্যাঙ্কে ৭ লক্ষ লিটার জল মজুত থাকত। ওই ট্যাঙ্ক থেকে জল ১২ টি গ্রামে সরবরাহ করা হয়। এরপরই রাজ্যের সব কটি জলের ট্যাঙ্কের স্বাস্থ্য পরীক্ষা করা সিধান্ত নেওয়া হয়েছে। এবার সেগুলিও স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। পাশাপাশি রক্ষণাবেক্ষণের অভাব ভেঙে পড়ছে সেতুগুলি। বেহাল স্বাস্থ্যের কারনে ভেঙে পরেছিল মাঝেরহাট সেতু। শুরু হয়েছে টালা সেতুর কাজ। সূএের খবর, বিরোধীদের কটাক্ষ, নিম্নমানের সামগ্রী দিয়ে এই ট্যাঙ্কটি তৈরি হওয়ায় নাকি এই ট্যাঙ্কটি মাএ চার বছরেই ভেঙ্গে পড়েছে।