May 28, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

ব্রাজিলে ভূমিধসের জেরে মৃত ২৯

প্রবল বৃষ্টির ফলে ভূমি ধস, এর জেরে ২৯ জনের মৃত্যু। জখম হয়েছেন আরও শতাধিক মানুষ। গৃহহীন প্রায় ১০ হাজার। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের দক্ষিণ-পূর্ব উপকূলে। সূত্রের খবর, গত মঙ্গলবার থেকে ব্রাজিলের দক্ষিণ-পূর্ব উপকূলে প্রবল ঝড়বৃষ্টি শুরু হওয়ায় সাও পাওলোর গুয়ারুজা, সান্তোজ, সাও ভিসেন্ত ও রিও ডি জেনেরিও বেশিরভাগ জায়গা জলমগ্ন হয়ে পড়ে। এর ফলে ভূমি ধসে চাপা পড়েছে প্রচুর বাড়ি। টানা দু-তিনদিনের প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ হয়েছেন প্রায় ২৫ জন। অন্যদিকে, সাও পাউলোর রাজ্যপাল জোয়াও দোরিয়া একটি টুইট করে জানিয়েছেন, যাঁরা প্রবল এই বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই। জানা গিয়েছে, প্রতিবছর গ্রীষ্মকালের শুরুতেই প্রবল বৃষ্টিপাত হয় ব্রাজিলের দক্ষিণ-পূ্র্ব উপকূল এলাকায়। তবে এবছর তার পরিমাণ অনেক বেড়ে যাওয়ায় প্রচুর ক্ষয়-ক্ষতি হয়েছে।