
কাপুর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য | অর্থাৎ মা হতে চলেছেন আলিয়া | তাই খুশির হাওয়া বয়ে চলেছে কাপুর পরিবারে | তার সঙ্গে উপরি পাওনা ব্রহ্মাস্ত-র সাফল্য | একদিকে ছবির মুক্তি অন্যদিকে সন্তান আসার অপেক্ষা । খুশির মেজাজে রয়েছেন রণবীর আরিয়া |
তারই মধ্যে আলিয়াকে স্বাদ খাওয়ানোর পরিকল্পনা করেছেন সোনি রাজদান এবং শাশুড়ি মা নিতু কাপড় | জানা যাচ্ছে এ মাসে শেষের দিকেই হতে পারে সাধের অনুষ্ঠান | সাধের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আলিয়ার দিদি শাহীন ভাট, তিন ননদ কারিনা কাপুর, কারিশমা কাপুর, ঋদ্ধিমা কাপুর ছাড়াও আরো অনেকেই | এছাড়া থাকছেন দুই পরিবারের আত্মীয়-স্বজনেরা |
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’