October 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ব্যাডমিন্টন খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু ক্রীড়া শিক্ষকের , ঘটনার তদন্তে পুলিশ

লকডাউনে ঘরবন্দি অবস্থায় ব্যাডমিন্টন খেলার সময়ে দোতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল ক্রীড়া শিক্ষকের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের গোপেশ্বর পল্লি এলাকায়। সূত্রের খবর, ক্রীড়া শিক্ষক হিসেবে কুশদ্বীপ মাখনলাল বিদ্যামন্দিরে চাকরি করতেন অবসর প্রাপ্ত বছর বাষট্টির দুলালচন্দ্র দে।

জানা গিয়েছে। লকডাউনে নিজের শরীর চর্চা হিসাবে মাঠের বদলে তিনি বিকেলে ছাদে ব্যাডমিন্টন খেলতেন স্ত্রীর সঙ্গে। ঠিক সেই রকমই ঘটনার দিন বৃহস্পতিবার ছাদে ব্যাডমিন্টন খেলতে খেলতে আচমকাই ছাদ থেকে পড়ে যান দুলালবাবু।

এরপর তাকে গুরুতর জখম অবস্থায় বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে দুর্গাপুরের হাসপাতালে তাঁকে রেফার করা হয়। কিন্তু সেখানে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় দুলালবাবুর। চোখের সামনে এমন ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যান স্ত্রী কাঞ্চনদেবী। পুরো ঘটনার তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ।