November 3, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ব্যবসায়ে সেভাবে চাহিদা না থাকায় চিন্তিত মিষ্টি দোকানিরা

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর: বৃহস্পতিবার জামাই ষষ্ঠী তবে এই বছর করোনা এবং আমফান জন্য মানব জীবনে সব এলো মেলো হয়ে গেছে। তারপর ভারী নিম্নচাপ এর ফলে বুধবার বিকেল থেকে ঝড় বৃষ্টি শুরু করোনা মহামারীর জন্য গ্রাস করেছে সারা বিশ্ব তারপরে আমফান ঝরে ক্ষতিগ্রস্ত বহু মানুষ। তবুও মানুষ জামাইষষ্ঠীর আমেজে মেতে উঠেছিল সকল মানুষের মধ্যে। কিন্তু বাদ সাধলো নিম্নচাপ। করোনা ও আমফান ঘূর্ণিঝড় মানব জীবন বিপর্যস্ত করে তুলেছে।

১ লা বৈশাখ ও সেভাবে পালন করতে পারেনি বাঙালি। ধিরে ধিরে মিষ্টির দোকান পাঠ খোলা শুরু করে ছিলো। লকডাউনে সেই মতন ভালো ব্যবসা হচ্ছিলো না। জামাই ষষ্ঠীতে কিছু ব্যবসা হবে এই আশায় বুক বেঁধে ছিলো সমস্ত মিষ্টি দোকানিরা। কিন্তু তাতেও জল ডেলে দিলো নিম্নচাপ। কার্যত শুনশান হয়ে গিয়েছে সমস্ত মিষ্টি দোকান গুলো, শুধু বসে মাছি তাড়ানোর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ফলে ক্ষতির মুখে পড়েছে জেলার সমস্ত মিষ্টি দোকানিরা।