January 19, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ব্যবসার নামে প্রৌঢ়াকে ধর্ষণ ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী

বকখালিতে এক প্রৌঢ়াকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় রঞ্জিৎ দাস নামে অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তপসিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই প্রৌঢ়া মূল্যবান পাথরের ব্যবসা করেন। সেই সূত্রেই অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় প্রৌঢ়ার।

যদিও প্রৌঢ়ার অভিযোগ, গত বছর ফেব্রুয়ারি মাসে ওই অভিযুক্ত ব্যবসার নামে দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র সৈকত বকখালিতে ডেকে পাঠান। ব্যবসায়ীর কথামতো প্রৌঢ়া সেখানকার এক হোটেলের ঘরে ঢুকতেই অভিযুক্ত ব্যবসায়ী ও তার এক সঙ্গী তার উপর চড়াও হয়। তাঁকে ধর্ষণের চেষ্টা করে। তিনি বাধা দেন প্রতিবাদ করে ওঠেন। তখন ওই ব্যবসায়ী তার এক সঙ্গীকে দিয়ে তার সামনেই প্রৌঢ়ার উপর যৌন নির্যাতন চালায়। ধর্ষণের শিকার হওয়ার পরও প্রৌঢ়া যাতে মুখ না খোলেন, তার জন্য তাকে হুমকি দেওয়া হয়। এমনকি তার এটিএম কার্ডও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। প্রৌঢ়া কলকাতায় ফিরে আসার পরও ভয়ে মুখ খুলতে পারেননি। কিন্তু এর মধ্যেই তাঁকে ওই ব্যবসায়ী চিঠি পাঠায়। চিঠিতে তাঁর কাছ থেকে তোলা চেয়ে হুমকি দেওয়া হয়।

এর পরই তিনি তপসিয়া থানায় গিয়ে ধর্ষণ, তোলাবাজি, হুমকির অভিযোগ দায়ের করেন। প্রৌঢ়ার মেডিক্যাল পরীক্ষা করানো হয়। তিনি আদালতে গোপন জবানবন্দিও দেন। ঘটনায় অভিযুক্তকে ২৬ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিকে জেরা করে তার সঙ্গীর পরিচয় মিলেছে। তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।