January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ব্যক্তিগত উদ্যোগে এলাকার ১০০০ মানুষের পেট ভরাচ্ছেন সমাজসেবী তাজাম্মুল হক

লকডাউনে বিপর্যস্ত গরীব অসহায় পরিবারের পাশে দাঁড়ালন বাঙ্গিটোলা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী তাজাম্মুল হক। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তিনি এলাকার দুঃস্থ পরিবার গুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন । বাঙ্গীটোলার আকন্দবাড়িয়া গ্রামে অবস্থিত নিজের বাড়িতে রেশনিং সিস্টেমের মাধ্যমে তিনি বিতরণ করছেন ত্রান সামগ্রী।

এলাকার প্রায় ১০০০ পরিবারকে ৪ কেজি চাল ও ২ কেজি করে আলু প্যাকেটজাত করে এই বিতরণের কাজ করছেন তিনি। এর আগে এলাকার প্রতিটি গ্রামে দুঃস্থ ব্যক্তিদের বাড়িতে গিয়ে তিনি নিজে কুপন দিয়েছেন। এই কুপন নিয়ে তার বাড়িতে আসলে নির্দিষ্ট দূরত্ব অন্তর এই ত্রাণ বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচী প্রসঙ্গে তাজাম্মুল হক জানান গোটা দেশের সঙ্গে এই বাঙ্গীটোলা অঞ্চল চরম বিপদের মধ্যে আছে।

লকডাউন হওয়ার ফলে এখানকার বহু মানুষ রোজগার বন্ধ হয়ে গেছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছেনা। তাছাড়া এখানকার বহু শ্রমিক ভিন রাজ্যে আটকে পড়ায় পরিবারগুলো চরম সংকটের মধ্যে পড়েছে। তাই এই উদ্যোগ নিয়েছেন তিনি। এলাকার প্রয়োজনে আগামী দিনেও আবার উদ্যোগ নেবেন বলেও জানান তিনি।