December 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বৈদ্যুতিক তার টাঙানো কে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বুনিয়াদপুরে


নিজেস্ব প্রতিনিধি, বৈদ্যুতিক তার টাঙানো কেন্দ্র করে চরম ধুন্ধুমার পরিস্থিতি। শুক্রবার, ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর কোর্টপাড়া এলাকায়। শুক্রবার, সকালে এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হলে, বাড়ির ওপর দিয়ে বৈদ্যুতিক তার টাঙ্গানোর বিষয়ে প্রবল আপত্তি জানান এলাকার বাসিন্দা আইনজীবী মতিউর রহমান। পরিস্থিতি উত্তপ্ত হতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় বংশীহারী থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও আইনজীবীর অভিযোগ জোরপূর্বক সম্পূর্ণ অনৈতিকভাবে তার বাড়ির উপর দিয়ে বৈদ্যুতিক তার নিয়ে যাওয়ার কাজ করা হচ্ছে।